Site icon Jamuna Television

৯ বছর পর লিভারপুল ছাড়ছেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ। ছবি: গেটি ইমেজ।

সময়টা ছিল ১৫ অক্টোবর, ২০১৫। ইংলিশ ক্লাব লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব নেন জার্মান মাস্টার ইয়ুর্গেন ক্লপ। অবশেষে ৯ বছর পর, চলতি মৌসুমের শেষে কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন এই কোচ। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ক্লপ দায়িত্ব নেওয়ার আগে লম্বা সময় ধরে শিরোপা-খরায় ভুগছিল অ্যানফিল্ডের ক্লাবটি। তবে তিনি আসার পর পুরোপুরি বদলে দিয়েছিলেন ক্লাবের খেলার ধরন।

তার কোচিংয়েই, ৩০ বছরের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে ক্লাবটি ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে সব কিছুরই শেষ আছে। তাই ঘোষণা দিলেন ক্লাব ছাড়বেন। তবে লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত।

ক্লাবের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। শুক্রবার লিভারপুলের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে সেটি জানানো হয়। এক্স পোস্টে লিভারপুল জানিয়েছে, ‘এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ’।

\এআই/

Exit mobile version