Site icon Jamuna Television

‘সাকিবের রিপোর্ট প্রত্যাশার চেয়ে ভালো এসেছে’

অস্ট্রেলিয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল-হাসান। সব রিপোর্ট প্রত্যাশার চেয়ে ভালো এসেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক গ্রেগ হয়। আপাতত অস্ত্রোপচার হচ্ছে না। তবে কমপক্ষে তিন মাস বিশ্রামে থাকতে হবে এই টি-টোয়েন্টি অধিনায়ককে।

চিকিৎসক গ্রেগ জানান, সাকিবের ইনফেকশন কমে আসছে। তবে আগামী ৭ দিন হাসপাতালে থাকতে হবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তাই সাকিবের দেশে ফেরা আপাতত দু’দিন পিছিয়েছে।

সুখবর শুনে তিনমাসের আগেই ব্যাট ধরতে আগ্রহী সাকিব আল হাসান। কিন্তু তিন মাস ঠিকমত রিহ্যাব করে ফিরলে, ফলটা আরো ভালোও হতে পারে বলে জানান চিকিৎসক। তবে খেলা শুরুর পর ব্যাথা হলে অপারেশন করতেই হবে এই টাইগার ক্রিকেটারকে।

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে আবারও ক্রিকেট শুরু করতে পারেন সাকিব।

Exit mobile version