Site icon Jamuna Television

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত।

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানান, পূর্ব উপকূল থেকে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। তবে ঠিক কতটি তা স্পষ্ট করেনি। কী ধরণের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। গত বুধবার নতুন ধরণের ক্রুজ মিসাইল পুল-হোয়াসাল থ্রি ছোড়ে পিয়ংইয়ং।

এদিকে, অঞ্চলটিতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সিউল। যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে চলছে পরিস্থিতি পর্যবেক্ষণ। গত কয়েক মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার বাড়িয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ টহল ও মহড়ার জবাবে এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ওয়াশিংটন ও সিউল জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সামরিক তৎপরতার লক্ষ্য নেই বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

\এআই/

Exit mobile version