Site icon Jamuna Television

উত্তরায় ড্রাম ট্রাকের চাপায় নিহত ১

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩নং সেক্টরে ড্রাম ট্রাকের চাপায় মো: এনামুল হক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।পেশায় তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এনামুল সাতক্ষীরার আশাশুনি থানার গোনাকর কাঠি গ্রামের বাসিন্দা। তার বাবা একই এলাকার আশরাফ উদ্দিন।

নিহতের সহকর্মী সোহাগ জানান, এনামুলসহ তারা কয়েকজন শ্রমিক রাতে উত্তরা ১৩নং সেক্টরের লেকের পাড়ের রাস্তার মাটি সমান করছিল। এ সময় লেকের মাটি নেয়ার জন্য ড্রাম ট্রাকটি ব‍্যাক গিয়ার দিলে এনামুল ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোর রাত চারটার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version