Site icon Jamuna Television

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাদক বিরোধী সাইকেল র‌্যালি

ঝিনাইদহ প্রতিনিধি:

‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ শ্লোগানে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র‌্যালি হয়েছে।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে আজ মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র‌্যালিটি বের হয়। দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

র‌্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমানের বাসভবনে গিয়ে শেষ হয়।

৫০ কিলোমিটার এই র‌্যালিতে পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রীন এনভায়রনমেন্ট কনসার্স সেলের আয়োজনে ৮০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দূষণমুক্ত ভ্রমণ- এ আয়োজনের উদ্দেশ্য বলে জানায় শিক্ষার্থীরা।

Exit mobile version