Site icon Jamuna Television

অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন: কাদের

নির্বাচনকে সামনে রেখে ভারত প্রতিবেশীসুলভ আচরণ করেছে। বিরোধী পক্ষ কোনো কোনো দেশের সহযোগিতায় পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছিল। সেক্ষেত্রে ভারত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। বলেন, রাজনীতি নিয়ে দু-দেশের মধ্যে অভিন্ন মত আছে। তবে অসাম্প্রদায়িকতা, জঙ্গিদমন এসব বিষয়ে উভয় পক্ষই এক। ভারত আমাদের ইলেকট্রিক বাসসহ নানা প্রকল্পে সহায়তা করছে।

কাদের বলেন, ভারতের সাথে সম্পর্কে কোনো চিড় ধরবে না। সংশয় অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন। সরকার অনেক চ্যালেঞ্জের মুখে আছে। ইশতেহার বাস্তবায়ন, রিজার্ভ, জ্বালানির সংকটসহ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার কথাও জানান তিনি।

এসময় ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে সরকার মামলা সরকার করেনি শ্রমিকরা করেছে। চীন ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের সমন্বয় বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অর্থ যার কাছে পাওয়া যাবে, তার কাছে যাওয়া বলে জানান তিনি।

এটিএম/

Exit mobile version