Site icon Jamuna Television

কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাব উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, পেঁয়াজ, আলু ও ডিমসহ কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কৃষি বিপণন আইন অনুসারে উৎপাদনস্থলে বাজার অবকাঠামো প্রতিষ্ঠা না করতে পারার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনে উল্লেখ করেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক।

/এনকে

Exit mobile version