Site icon Jamuna Television

শিশু আয়ানের মৃত্যু: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আয়ানের অস্ত্রোপচারের সময় স্বাভাবিক রক্তপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সুন্নতে খতনার অস্ত্রোপচারের আগে ওয়েটিং রুমে শিশুটিকে নেবুলাইজার ও ইনহেলার দেয়া হয়েছিল। তবে এ বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়।

আরও পড়ুন: কী ঘটেছিল শিশু আয়ানের সঙ্গে?

গত ৩১ ডিসেম্বর শিশু আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় সাঁতারকুলের ওই হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাতদিন লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

/এনকে

Exit mobile version