Site icon Jamuna Television

এডেন উপসাগরে ট্যাংকারে হামলা হুতিদের

ছবি: এপি

এডেন উপসাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় শিকার ব্রিটিশ সংযুক্ত তেলবাহী ট্যাংকার ‘মার্টিন লুয়ান্ডা’র ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবারের (২৬ জানুয়ারি) ঐ হামলায় ট্যাংকারটিতে আগুন ছড়িয়ে যায়। জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাংকারটি হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ ক্ষতিগ্রস্ত। পরে সহযোগিতায় এগিয়ে যায় ভারতীয় যুদ্ধজাহাজ, পানি ছুড়ে নেভায় আগুন। ট্যাংকারে ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি ক্রু ছিলেন।

হুতিরা বলছে, শুক্রবার ‘মার্কিন-ব্রিটিশ আগ্রাসন’-এর প্রতিক্রিয়ায় ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় তারা। পাল্টা জবাবে হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। অভিযানে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস এই হামলাকে ‘অসহনীয় ও অবৈধ’ বলে অভিহিত করেন।

/এএম

Exit mobile version