Site icon Jamuna Television

জুতার ভেতর স্বর্ণের বার

বেনাপোলে আবারও ভারতগামী যাত্রীর জুতার ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আজ শুক্রবার মিজানুর রহমান ও মাহবুবুল আলম নামের দুই যাত্রীর জুতার ভেতরে লুকানো ৭টি স্বর্ণের বার জব্দ ও তাদেরকে আটক করা হয়।

মিজানুর জিজ্ঞাসাবাদে জানান, তিনি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। ঢাকার স্টেডিয়াম মার্কেটে তার দোকান রয়েছে। তার জুতার তলায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সাথে থাকা মাহবুবুল আলম নামের অপর যাত্রীর প্যান্টের মধ্য হতে ১টি এবং জুতার তুলায় ৩টি স্বর্ণবার পাওয়া যায়। মিজানুর গত নয় মাসে ২০ বার ভারতে আসা-যাওয়া করেছেন।

মাহবুবুল আলমের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনিও এ বছর ১৪ বার ভারতে আসা যাওয়া করেছেন। পেশায় কাপড়ের ব্যবসায়ী এই ব্যক্তি জানান, কলকাতার বড়বাজারে বিক্রয়ের জন্য স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন।

৭টি বারের মূল্যা আনুমানিক ৩৫ লাখ টাকা বলে গোয়েন্দারা জানিয়েছেন।

Exit mobile version