Site icon Jamuna Television

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রোববার (২৮ জানুয়ারি) তিনি কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্ত পরিদর্শন করেন।

এ সময় বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।

বিজিবি মহাপরিচালক এদিন, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ উখিয়ার পালংখালী বিওপি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপি ও তার আশপাশের সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। সেখানে ছোঁড়া গুলি টেকনাফে একটি বাড়িতেও পড়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক।

/এনকে

Exit mobile version