Site icon Jamuna Television

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত পল্লাদ মালি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। তিনি একটি বেসরকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাত ৮টার দিকে যাদবপুর বাজারে পণ্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version