Site icon Jamuna Television

চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫৭ তম আসরের প্রথম পর্ব শুরু হচ্ছে, শুক্রবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে, ভাসমান সেতু আর মঞ্চ তৈরি শেষ। সামিয়ানা টানানো’সহ বাকি কর্মযজ্ঞও শেষ পর্যায়ে। থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাশ্রম। সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদে তৈরি করা হয়েছে ৬টি ভাসমান সেতু। এরইমধ্যে মুল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। ১৬০ একরের বিশাল ময়দানে সামিয়ানা টানানোও প্রায় শেষ পর্যায়ে। খিত্তায় খিত্তায় বসানো হচ্ছে লাইট-মাইক। টয়লেটের সংখ্যা এবার বাড়ানো হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আখেরি মোনাজাত ৪ ফেব্রুয়ারি। আয়োজকরা বলছেন, এবার প্রায় ৫০ লাখ মুসল্লি অংশ নেবেন। তাদের মধ্যে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেয়ার কথা রয়েছে।

ইজতেমা ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। ময়দান জুড়ে বসছে সিসি ক্যামেরা। খিত্তায় খিত্তায় থাকবে সাদা পোশাকের পুলিশও। প্রথম ধাপ শেষে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। ১১ ফেব্রুয়ারি হবে আখেরি মোনাজাত।

এটিএম/

Exit mobile version