Site icon Jamuna Television

পাকিস্তানে বিভিন্ন শহরে ইমরানের দলের বিক্ষোভ কর্মসূচি পণ্ড

পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। ধরপাকড়ের মধ্যেই রোববার (২৮ জানুয়ারি) দেশজুড়ে মিছিল-সমাবেশে অংশ নেয় দলের নেতাকর্মী-সমর্থকরা।

দলীয় প্রধান ইমরান খানের মুক্তি ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগের দাবি জানান তারা। সরকার বিরোধী শ্লোগানে মুখরিত হয় বড় বড় শহরগুলোর রাজপথ। তবে শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিল নিরাপত্তা বাহিনী। বড় ধরনের সংঘর্ষ হয় করাচিতে। সমাবেশ ছত্রভঙ্গ করতে চাইলে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। জবাবে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় আটক করা হয় অনেককে।

বর্তমানে দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

এটিএম/

Exit mobile version