পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা।
রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে বিশেষ অধিবেশন ডাকা হয় পার্লামেন্টে। এসময় নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের আইনপ্রণেতারা।
একপর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। এ ঘটনার পর স্পিকারের পদত্যাগের দাবি করে প্রেসিডেন্ট মুইজ্জোর জোট।
এটিএম/

