Site icon Jamuna Television

ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল মেক্সিকো

ছবি: এবিসি নিউজ।

ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল মেক্সিকো। দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জানুয়ারি) পুনরায় দেশটিতে শুরু হয় এ প্রতিযোগিতা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী মেক্সিকো সিটির পথে নামেন হাজার-হাজার মানুষ। সচেতন মহলের দাবি, নির্যাতন কখনো শিল্প বা সংস্কৃতির অংশ হতে পারে না। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, ষাঁড়কে হ্যা বলুন। কিন্তু পশুর লড়াইকে না বলুন।

এক পর্যায়ে, স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। হাতুড়ি দিয়ে ভাঙ্গতে থাকেন গেইট। ষোড়শ শতাব্দি থেকেই লাতিন দেশগুলোয় জনপ্রিয় ষাঁড়ের লড়াই। তবে জীবন্ত প্রাণীগুলোর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে ২০২২ সালে পরিবেশবিদরা করেন মামলা। সেই সময়ে, সুপ্রিম কোর্ট মামলা স্থগিত করলে আবারও আয়োজিত হয় এ অনুষ্ঠান।

\এআই/

Exit mobile version