Site icon Jamuna Television

একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে আজ

একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে আজ। আগামীকাল শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় বসবে প্রথম অধিবেশন। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর ভাষণ দেবেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন।

এরইমধ্যে প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

এটিএম/

Exit mobile version