Site icon Jamuna Television

মাচু পিচুর টিকিট বিক্রি নিয়ে পেরুতে তুলকালাম

বিশ্বের আধুনিক সপ্তাশ্চর্য 'মাচু পিচু'। ছবি: গেটি ইমেজ।

বিশ্ব ঐতিহ্যের অংশ ‘মাচু পিচু’র’ টিকিট বিক্রি নিয়ে পেরুতে রীতিমতো তুলকালাম কাণ্ড। প্রাচীণ স্থাপনাটির টিকিট বেসরকারি হস্তক্ষেপে চলে যাওয়ায় ধর্মঘটে বসেছেন স্থানীয়রা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ ম্যাগাজিন ব্যারন’স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অনলাইনে শুরু হয় প্রত্নতাত্তিক স্থাপনাটির ভ্রমণের টিকিট বিক্রি। যাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। কারণ, পর্যটন খাত সংশ্লিষ্ট কাজই তাদের মূল জীবিকা। সেটিও বেসরকারিকরণ হয়ে যাওয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

মাচুপিচুর সামনেই অবস্থান ধর্মঘটে বসেন বিক্ষোভকারীরা। বন্ধ করা হয় অঞ্চলটির সাথে ট্রেন চলাচল। যে কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রাচীন ইনকা সভ্যতার বাসস্থল ছিলো মাচু পিচু শহর। যাকে বিশ্বের আধুনিক সপ্তাশ্চর্য হিসেবে ঘোষণা দেয়া হয়েছিলো। পরে সেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয়। 

\এআই/

Exit mobile version