Site icon Jamuna Television

দুর্নীতির দায়ে গাইবান্ধা প্রধান ডাকঘরের সাবেক পোস্টাল অপারেটরের ৯ বছরের কারাদণ্ডাদেশ

অবৈধ সম্পদ অর্জনের দায়ে গাইবান্ধা প্রধান ডাকঘরের বরাখাস্তকৃত পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় প্রদান করেন।

আদালাতের পাবলিক প্রসিকিউটির জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর রংপুর কোতয়ালী থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে অনুসন্ধান শেষে মামলা করে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক। মামলায় স্বাক্ষ্য গ্রহন ও জেরা শেষে বিচারক তাকে ৮ বছরের কারাদণ্ড ও আত্মসাৎকৃত ২৮ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও আত্মসাতকৃত সম পরিমান টাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে দেয়ার আদেশও দেয় বিচারক।

এটিএম/

Exit mobile version