Site icon Jamuna Television

লাইন মেরামতের সময় ঝুঁকি নিয়ে দ্রুতগতিতে পার হলো ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর নন্দনগাছি স্টেশনের কাছে রেললাইন ভেঙে যায়। ঘটনার পর ঘটনাস্থলের পাশে লাল পতাকা দিয়ে লাইনের মেরামতকাজ চলছিলো। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে কাজ চলার সময় লাল নিশানা লক্ষ্য না করেই ঝুঁকি দ্রুতগতিতে ওই ভাঙা অংশ দিয়ে পার হয়ে যায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’।

আগে থেকেই অস্থায়ীভাবে রেল চলাচল চালু হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। ট্রেন চালকের এমন অনিয়মে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন রেল শ্রমিকেরাও।

এদিকে, রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল৷ আটকে ছিল চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এবং যশোর- রাজশাহী রুটের কপোতাক্ষ ট্রেন। তখন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। রেললাইন বিচ্ছিন্ন থাকায় ট্রেন আসার আগেই লাল নিশানা দেখিয়ে থামিয়ে দেয়া হয়।

/এএস

Exit mobile version