Site icon Jamuna Television

সড়ক পার হতে গিয়ে প্রাণ গেলো শিশু আদিবার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। সে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার জানায়, সোমবার স্কুল ছুটি শেষে মায়ের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আদিবা। এসময় শিশুটি তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহমুদা বেগম বলেন, সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরতো। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌঁড় দিয়েছিলো। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে আদিবা নামের শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম

Exit mobile version