Site icon Jamuna Television

রমনা পার্ক সংলগ্ন গাছে আগুন

রমনা পার্ক সংলগ্ন ফুটপাতের একটি গাছে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন ধীরে ধীরে গাছের ওপরের দিকে উঠছিল। এরপর ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস যদি এর মধ্যে না আসতো, তাহলে হয়তো গাছটি রাস্তায় পড়ে আরও বড় দুর্ঘটনার সৃষ্টি হতো।

রাস্তার পাশে পাতা পোড়ানোর আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ওই গাছটির সাথে বিদ্যুতের তার ছিল, সেখান থেকে স্পার্ক করে আগুন লাগতে পারে। আবার ওখানে ভবঘুরেরাও থাকে। তারা রাস্তার পাশে আগুন পোহায়। সেটার ফলে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না।

/এএম

Exit mobile version