Site icon Jamuna Television

গায়েবি ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশনায় করা রিটের দ্বিধাবিভক্ত আদেশ

বিএনপি’সহ অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের উপর দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

দুপুরে এই রিটের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারের মাহবুবে আলম। শুনানি শেষে বেঞ্চের সিনিয়র বিচারপতি মঈনুল ইসলাম কেন এ ধরনের গায়েবি ও মিথ্যা মামলা দেয়া বন্ধ হবে না এবং উক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন। একইসাথে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। কিন্তু আরেক বিচারপতি আশরাফুল কামাল রিটটি খারিজ করে দেন। তিনি বলেন, এসব মামলা মিথ্যা ও গায়েবি কিনা সেটি বিচারিক আদালতে প্রমাণ করতে হবে। হাইকোর্টের রিট দায়েরের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। এখন এ দ্বিধাবিভক্ত মামলাটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Exit mobile version