Site icon Jamuna Television

ফরিদপুরে স্যুটকেসে পাওয়া মরদেহ শনাক্ত

ফরিদপুরের বাস টার্মিনালে স্যুটকেসে উদ্ধারকৃত মরদেহ শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি, স্যুটকেস ফেলে লাপাত্তা বোরকা পরা নারীরও পরিচয় পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বাদী হয়ে কোতয়ালী থানায় আজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে। সোমবার (২৯ জানুয়ারি) পুলিশ জানায়, বোরকা পরা নারীকে ধরা গেলে রহস্য উদঘাটন হবে। এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

উল্লেখ্য, শনিবার (২৭ জানুয়ারি) ফরিদপুরের পৌর বাস টার্মিনালে সিএনজি অটোরিকশায় আসা এক নারী তালাবদ্ধ স্যুটকেসটি রেখে লাপাত্তা হন। নিহত ব্যক্তির বয়স চল্লিশোর্ধ্ব। কেন এই হত্যা, তা জানতে অনুসন্ধান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহেন্দ্রা গাড়িতে করে বোরকা পরা এক নারী স্যুটকেসটি নিয়ে আসে। পরে কয়েকজন মিলে স্যুটকেসটি নামায়। এরপর তাদেরকে আর দেখা যায়নি। পরে পুলিশ স্যুটকেসটি খোলার পর দেখা যায়, লুঙ্গি আর সোয়েটার পরিহিত অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহের ওপরে জামাকাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

/এএম

Exit mobile version