Site icon Jamuna Television

অপতথ্য রোধে ব্যবস্থা নেয়ার কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতার রক্ষার পাশাপাশি অপতথ্য রোধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু টাওয়ার’ নির্মাণে এ সময় তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন সাংবাদিক নেতারা। জবাবে মন্ত্রণালয়ের সার্বিক বিষয় বিবেচনা করে সবকিছুতে ভারসাম্য রক্ষা করে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

মোহাম্মদ এ আরাফাত জানান, মন্ত্রণালয়ের কাজে আরও স্বচ্ছতা আনতে চান। সবসময় প্রশাসনিক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে চান না তিনি। বললেন, পেশাদারিত্বের সঙ্গে যদি কমিটি তৈরি হয় এবং স্বচ্ছতার সঙ্গে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সে ক্ষেত্রে কেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তাকে নাক গলাতে হবে।

/এমএন

Exit mobile version