Site icon Jamuna Television

নিহত তিন সেনা সদস্যের নাম-পরিচয় প্রকাশ পেন্টাগনের

সার্জেন্ট উইলিয়াম রিভারস (বামে), ব্রিয়োনা মফেট ও কেনেডি স্যান্ডার্স (ডানে)। ছবি: এনবিসি নিউজ।

জর্ডানে ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনার নাম-পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন, ৪৬ বছর বয়সী সার্জেন্ট উইলিয়াম রিভারস, ২৪ বছর বয়সী কেনেডি স্যান্ডার্স এবং ২৩ বছরের ব্রিয়োনা মফেট।

রোববার, জর্ডানের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় প্রাণ যায় এই তিন সেনা সদস্যের। আহত হন কমপক্ষে ৩৪ জন। প্রাথমিক তদন্তের পর যুক্তরাষ্ট্রের দাবি, হামলার সাথে জড়িত ইরান। রাশিয়ায় ব্যবহৃত ইরানের শহিদ ড্রোনের আদলে তৈরী মারণাস্ত্র ব্যবহৃত হয়েছে এই হামলায়।

ইতোমধ্যে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে শতাধিক হামলা হয়। তবে সেনা নিহতের ঘটনা এই প্রথম।

\এআই/

Exit mobile version