Site icon Jamuna Television

সীমান্তে লাগাতার গোলাগুলি, নাইক্ষ্যংছড়িতে ঝুঁকি নিয়েই খুলেছে স্কুল

চট্টগ্রাম ব্যুরো:

মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লাগাতার গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়। এ কারণে নিরাপত্তার স্বার্থে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে আজ মঙ্গলবার থেকে চলছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

সীমান্তের কাছে হেলিকপ্টার ও ভারী মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার কাছাকাছি না যেতে বারবার নির্দেশ দেয়া হচ্ছে। সবাইকে সতর্কভাবে চলাফেরার করতে বলা হয়েছে।

এর আগে, বন্ধ ঘোষণা করা স্কুলগুলো হলো উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেশ কিছুদিন ধরে লড়াই চলছে। শনিবার মিয়ানমার থেকে টেকনাফের বাড়িঘরে বুলেট এসে পড়লে আতঙ্ক আরও বেড়েছে।

/এএস

Exit mobile version