Site icon Jamuna Television

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার

বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের একটি দৃশ্য। ছবি: এনডিটিভি নিউজ।

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। প্রাণ হারিয়েছেন এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ চার জন। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়াওদ্দি এলাকায় হয় এ ঘটনা। থিনগানি-নাউং শহরে অবতরণের সময় হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় স্নাইপাররা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্রিগেডিয়ার জেনারেলের। নিহত বাকিদের মধ্যে একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও দু’জন পাইলট।

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে দু’জনকে। গেলো কয়েক মাস ধরেই জান্তা বাহিনীর সাথে নিয়মিত সংঘাত চলছে সশস্ত্র গোষ্ঠীগুলোর। বিদ্রোহীদের দমনে ব্যাপক অভিযান চালিয়েও সুবিধা করতে পারছে না সেনারা। সশস্ত্র গোষ্ঠীগুলোর একজোট হয়ে চালানো হামলায় একের পর এক শহরের নিয়ন্ত্রণও হারাচ্ছে তারা।

\এআই/

Exit mobile version