Site icon Jamuna Television

ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে নির্দেশনা হাইকোর্টের

ছবি: সংগৃহীত।

জঙ্গি ও দুর্ধর্ষ সন্ত্রাসী ছাড়া ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে কারা অধিদপ্তরের পরিপত্র অনুসরণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আতাবউল্লাহ’র দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি, ডান্ডাবেড়ি পরানো কেন অসাংবিধানিক হবে না এ মর্মে রুল জারি করেন আদালত। আগামী ১১ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুনানি শেষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, এখন থেকে রাজনৈতিক কারণে চাইলেই ডান্ডাবেড়ি পরানো যাবে না। কেউ নির্দেশ অমান্য করলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাস যাবত এমন ঘটনা বেড়েই গেছে। প্রয়োজনে অপ্রয়োজনেই ডান্ডাবেড়ি পরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

/এএস

Exit mobile version