Site icon Jamuna Television

কবি অসীম সাহাকে দেখতে হাসপাতালে কামাল চৌধুরী

কবি অসীম সাহাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান তিনি।

হাসপাতালে কবি কামাল চৌধুরী বেশ কিছুসময় অবস্থান করেন। এ সময় তিনি কবি অসীম সাহার সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেই সাথে কবি অসীম সাহার চিকিৎসা প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

কবি অসীম সাহার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে যে আর্থিক সহায়তা দিয়েছেন, সে বিষয়ে তিনি কবি অসীম সাহাকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসার সুব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডা. আতিকুর রহমান, ডা. হারিসুল হক এবং সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

\এআই/

Exit mobile version