Site icon Jamuna Television

‘দেশের বাইরে থেকে দুই হাজারেরও বেশি সাইবার হামলা’

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম পরিবর্তন না করলে ২০২১ সালের মধ্যে ডিজিটাল সরকার গঠন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। রাতে অফিসার্স ক্লাবে ১ হাজার ৯৭৬ টি ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং ড্যাশবোর্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, গত কয়েক মাসে দেশের বাইরে থেকে দুই হাজারেরও বেশি সাইবার হামলা হয়েছে, যার উদ্দেশ্য ছিল তথ্য চুরি করা। সেই কারণে ডিজিটাল নিরাপত্তা বাড়ানো হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল প্লাটফর্মের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার জানান, ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদকে উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি পণ্য ও সেবা রফতানি করে দেশ ৫ বিলিয়ন ডলার আয় করবে।

Exit mobile version