Site icon Jamuna Television

ভুল করে বোমা স্পর্শ করতেই বিস্ফোরণ, ৭ শিশুর মৃত্যু

ক্ষুদ্র ধাতব বস্তু ভেবে স্পর্শ করতেই হয়েছে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ৭ শিশুর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) নাইজেরিয়ার একটি স্কুলে হয়েছে এমন ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরনো প্রদেশের স্কুলটিতে একটি নির্মাণাধীন ভবনে যায় ওই শিশুরা। ধাতব টুকরা পড়ে থাকতে দেখে সেগুলো তুলতে যায় তারা। এরই মধ্যে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।

স্কুলটির শিশুরা প্রায়ই পরিত্যক্ত ধাতবখণ্ড কুড়িয়ে স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। এ ঘটনায় ইসলামিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী।

/এএম

Exit mobile version