Site icon Jamuna Television

বিজিএমইএ’র নির্বাচন: ভুয়া ভোটার বানানোর অভিযোগ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ফয়সাল সামাদ। অভিযোগ করেছেন, বিজিএমইএতে ভুয়া সদস্য তৈরি করা হয়েছে, যাদের বৈধ ব্যবসা নেই।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ অভিযোগ করেন। এ সময় পোশাক শিল্পের চলমান কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরেন এ ব্যবসায়ী।

ফয়সাল সামাদ বলেন, নুন্যতম মজুরি বৃদ্ধির পরও পোশাকের কোনো মূল্য বাড়ায়নি ক্রেতারা। গত ডিসেম্বরে ৬৬ জন শিল্প মালিকের মধ্যে চালানো এক জরিপে এমন মতামত দিয়েছেন প্রায় ৮০ শতাংশ উদ্যোক্তা। বিপরীতে এক বছর আগের তুলনায় কাস্টমস ও বন্ড সংক্রান্ত খরচ বেড়েছে ৪৭ দশমিক ৮৫ শতাংশ।

জরিপের প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্রয়াদেশ না থাকায় সক্ষমতার ২৭ দশমিক ৫ শতাংশ কাজে লাগাতে পারেনি উদ্যোক্তারা। এমনকি আগামী চার মাসের ক্রয়াদেশেও ৩৭ দশমিক ৭৯ শতাংশ ফাঁকা থাকছে তাদের কারখানা।

/এমএন

Exit mobile version