Site icon Jamuna Television

এফইআরবি’র চেয়ারম্যান হলেন শামীম, নির্বাহী পরিচালক সিরাজ

বাঁ থেকে শামীম জাহাঙ্গীর ও সেরাজুল ইসলাম সিরাজ। সংগৃহীত ছবি।

দেশের এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান নির্বাচিত হলেন শামীম জাহাঙ্গীর। নির্বাহী পরিচালক পদে জয়ী হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে এফইআরবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সংগঠনের নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। গত কমিটিতেও শামীম জাহাঙ্গীর চেয়ারম্যান ছিলেন।

নতুন কমিটিতে লুৎফর রহমান কাকন ভাইস চেয়ারম্যান, হাসনাইন ইমতিয়াজ পরিচালক (উন্নয়ন ও অর্থ), নাজমুল হক লিখন পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ), মো. ইয়ামিন পরিচালক (ডেটা ব্যাংক), মুজিব মাসুদ পরিচালক (বিনোদন ও কল্যাণ) এবং আশরাফুল ইসলাম ও হাসান আজাদ পরিচালনা সদস্য নির্বাচিত হয়েছেন।

এফইআরবির এবারের নির্বাচন পরিচালনা করে তিন সদস্য বিশিষ্ট কমিটি। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফুল হাসান চৌধুরী। শামীম হাসান (পরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) ও তারিকুল ইসলাম খান (উপ-মহাব্যবস্থাপক, পেট্রোবাংলা) কমিশনারের দায়িত্ব পালন করেন।

/এমএন

Exit mobile version