Site icon Jamuna Television

হারিকেন ‘মাইকেল’: আজই আঘাত হানতে পারে ফ্লোরিডায়

আরও শক্তি সঞ্চয় করে তীব্র গতিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি থ্রি হারিকেন ‘মাইকেল’। সরাসরি ফ্লোরিডায় আঘাত হানতে পারে আজই।

পূর্ব সতর্কতা হিসেবে ফ্লোরিডা, আলাবামা আর জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে অনেক এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় দু’শ’ কিলোমিটার।
একইসাথে রয়েছে জলোচ্ছ্বাস আর বন্যার শঙ্কাও। গত মাসে হারিকেন ফ্লোরেন্সে বিপর্যস্ত নর্থ আর সাউথ ক্যারোলাইনাতেও হারিকেন মাইকেলের প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝড়টির আঘাতে কিউবা, এল-সালভাদরসহ সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশে প্রাণ গেছে অন্তত ১৩ জনের।

Exit mobile version