Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের প্রয়োজন নেই: বাইডেন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে সেনা হত্যার জবাব কীভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। খবর বিবিসি’র।

তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাননি তিনি। আবারও বলেন, যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলার পেছনে দায়ী ইরান। হামলাকারীদের অস্ত্র সরবরাহ করেছে তেহরান এমনটাও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার জর্ডান-সিরিয়া সীমান্তবর্তী গোপন মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয় তিন সেনা। আহত হয় কমপক্ষে ৩৪ সেনা। দায় স্বীকার করে ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তবে পেন্টাগনের অভিযোগের তীর কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর দিকে।

জো বাইডেন বলেন, আমি তাদের দায়ী মনে করি। কারণ যারা এ হামলা করেছে ইরান তাদের অস্ত্র সরবরাহ করে। উপযুক্ত জবাবের বিষয়ে আলোচনা হয়েছে। দেখা যাক। আমার মনে হয় না, মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের প্রয়োজন আছে। সেটি চাইছিও না।

/এএস

Exit mobile version