Site icon Jamuna Television

নিউক্যাসলের কাছে হার অ্যাস্টন ভিলার

প্রিমিয়ার লিগের আরেক খেলায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে পয়েন্ট টেবিলের চতুর্থ দল অ্যাস্টন ভিলা। ফ্যাবিয়ান লুকাসের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নিউক্যাসলের।

বার্মিংহ্যামে একচেটিয়া আক্রমণে অ্যাস্টন ভিলাকে ব্যস্ত করে রাখে নিউক্যাসল ইউনাইটেড। ৩২ থেকে ৫২ মিনিটের ঝড়ে উড়ে যায় স্বাগতিকরা। খেলার ৩২ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে ডেডলক ভাঙেন ফ্যাবিয়ান লুকাস। ৪ মিনিট পর জটলার ভেতর থেকে ব্যবধান ২-০ করেন এই সুইস ডিফেন্ডার। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল।

বিরতি থেকে ফিরেই আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় অতিথি দলটি। ৭১ মিনিটে অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল শোধ করেন ওয়াটকিনস। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজদের।

/এএম

Exit mobile version