Site icon Jamuna Television

হাসপাতালে ঢুকে ইসরায়েলের তাণ্ডব, নিহত ১৬

ছবি: এএফপি

গাজার বিভিন্ন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মধ্যাঞ্চলে দেইর আল বালাহে হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

শহরটির আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু। খান ইউনিসের আল আমাল হাসপাতাল থেকে চিকিৎসক ও আশ্রয়গ্রহণকারীদের সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র মানবিক সংকটে গোটা উপত্যকায় তৈরি হয়েছে অরাজক এক পরিস্থিতি। বিভিন্ন হাসপাতালে ত্রাণ পৌঁছাতে গেলে আগেই লুটপাট করে নিচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল নাসের হাসপাতালে খাবার সরবরাহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবীরা। কারণ, এর আগেই ত্রাণবাহী গাড়িতে ভিড় করে সব নিয়ে নেয় শত শত মানুষ। আল শিফা হাসপাতালেও ঢুকতে দেয়া হয়নি ১৯ হাজার লিটার জ্বালানি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮শ’র কাছাকাছি দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৫ হাজার ৬৩৬ জন।

/এএম

Exit mobile version