Site icon Jamuna Television

কর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল কলম্বো

কলম্বোয় চলছে প্রতিবাদ। ছবি: এপি

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানী কলম্বোয় হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।

চলমান অর্থনৈতিক সংকট ও কর বৃদ্ধির প্রতিবাদে দেশটির প্রধান বিরোধী দল ইউনাইটেড পিপলস পাওয়ার পার্টির ডাকা কর্মসূচিতে অংশ নেন অন্তত ১০ হাজার নাগরিক। এসময় কলম্বো পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। বাধা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ। আর তাতেই বাধে সংঘর্ষ।

বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসাও ছিলেন এই এই প্রতিবাদ কর্মসূচিতে। এসময় সরকারের বিরুদ্ধে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ার অভিযোগ করেন বিরোধীরা।

/এএম

Exit mobile version