Site icon Jamuna Television

মেক্সিকোয় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯

সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। রাস্তায় বাসটি উল্টে আছে। ছবি: এপি।

মেক্সিকোয় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে ১৯ জনের। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে হয় এ দুর্ঘটনা। বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। হতাহতদের মধ্যে অনেকেই শিশু। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, ৫০ জন যাত্রী নিয়ে উপকূলীয় হাইওয়ে দিয়ে যাচ্ছিল বাসটি।

স্থানীয় সময় বিকেলে লা ক্রুজ এলাকায় পৌছালে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটে হতাহতের ঘটনা। সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসটিতে। দুর্ঘটনার কারণে বেশ কয়েক ঘণ্টা ওই হাইওয়েতে বন্ধ ছিল যান চলাচল। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

\এআই/

Exit mobile version