Site icon Jamuna Television

সমুদ্র বন্দরসমূহে ৪ নম্বর সতর্ক বার্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বর্তমানে ‘তিতলি’ দেশের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘তিতলি’ আজ বুধবার সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। একইসাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Exit mobile version