Site icon Jamuna Television

কৌশলগত ক্রুজ মিসাইলের ব্যাপক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া

ক্রুজ মিসাইল ছোড়ার একটি মুহূর্ত। ছবি: আল জাজিরা।

কৌশলগত ক্রুজ মিসাইলের ব্যাপক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই সমরাস্ত্রের এই পরীক্ষা চালায় দেশটি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিসাইল মহড়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। সংবাদ সংস্থাটি জানায়, নিজেদের সামরিক বাহিনীর প্রতিরক্ষা ও পাল্টা হামলার সক্ষমতা যাছাইয়ে এই পরীক্ষা চালানো হয়েছে।

মহড়ায় ছিলো ‘হুয়াসাল-টু’ ক্রুজ মিসাইল, যেটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বলে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনবার এই মিসাইলের পরীক্ষা চালালো পিয়ংইয়ং।

এর আগে, কিম জং উনের দেশ তাদের পশ্চিম উপকূল থেকে সমুদ্রে বেশকয়েকটি ক্রুজ মিসাইল ছুঁড়েছে বলে নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

\এআই/

Exit mobile version