Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে বির্পযস্ত কেনিয়া

নারোবিতে নিয়ন্ত্রনহীন ছড়িয়ে পড়ে আগুন। ছবি: ডেইলি নেশন।

ভয়াবহ দাবানলে বির্পযস্ত আফ্রিকান দেশকেনিয়া। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী নারোবির একটি কমার্শিয়াল এলাকায় নিয়ন্ত্রনহীন ছড়িয়ে পড়ে আগুন। এক প্রতিবেদনে কেনিয়ার সংবাদ মাধ্যম ডেইলি নেশন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রন করতে আপ্রাণ চেষ্টা চালায় বেশ কয়কজন ফায়ার সার্ভিস কর্মী। আগুনের তীব্রতা বাড়লে আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সাধারন জনগনও।

তবে আগুন লাগার সাথে সাথে তাৎক্ষণিক এলাকা ছেড়ে যায় অনেকে। ইতোমধ্যে, আগুনে পুড়ে ছাই হয়েছে অসংখ্য ঘর বাড়ী। দাবানলের এই ভয়াবহ পরিস্থিতিতে এ পর্যন্ত কোন হতাহতে খবর পাওয়া যায়নি।

\এআই/

Exit mobile version