Site icon Jamuna Television

চার পণ্যের শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব

চিনিতে ৩০ ও ভোজ্যতেলে ১৫ থেকে ৫ ভাগ অতিরিক্ত শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুল্ক কমাতে এনবিআর দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই প্রস্তাবের বিষয়ে জানান তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, চারটি পণ্যের শুল্ক কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো– চিনি, ভোজ্যতেল, খেজুর ও চাল। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, চালের বাজার, মজুদ ও বিপণনের দায়িত্ব খাদ্য অধিদফতরের।

তিনি জানান, রমজানের জন্য প্রয়োজনীয় পণ্যের মজুদ রয়েছে। সরবরাহ ঠিক রাখতে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি আমদানির প্রস্তাব দেয়া হয়েছে ভারত সরকারকে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্যের মজুদ থাকায় কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরবরাহ পর্যায়সহ কোন কোন জায়গায় দাম বাড়ছে, তা খতিয়ে দেখবে ভোক্তা অধিকার অধিদফতর। যত বড় গ্রুপ ও কোম্পানিই হোক, দামে কারসাজি হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

/এএম

Exit mobile version