Site icon Jamuna Television

লিভারপুলের সমর্থকদের ‘শান্ত’ থাকার পরামর্শ দিয়েছেন ক্লপ

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে আচমকাই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে বসেন লিভারপুলের জার্মান কোচ ইয়্যুর্গেন ক্লপ। এই নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। কোচের সাথে কিছু ফুটবলারও ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জনে ভারী হয়েছে অ্যানফিল্ডের বাতাস। তবে গুজবে কান না দিয়ে সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন লিভারপুল বস।

প্রধান কোচের পদ থেকে সরে যাওয়ার বিষয়টি হঠাৎ নেয়া কোনো সিদ্ধান্ত নয় বলছেন ক্লপ। গত নভেম্বরেই ক্লাব কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলে দাবি তার। বলছেন, ভার্জিল ভ্যান ডিক কিংবা মোহম্মদ সালাহ’দের এখনই ক্লাব ছাড়ার কোনো কারণ নেই।

ইয়্যুর্গেন ক্লপ বলেন, আমার ক্লাব ছাড়ার বিষয়টি আগে থেকেই জানতো কর্তৃপক্ষ। তারা চাইলেই সময়টাকে কাজে লাগাতে পারতো। আমাদের মধ্যে যেমন সম্পর্ক সে হিসেবে বিষয়টি কোনোভাবেই যায় না। কিছু ফুটবলারের আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে। তবে অন্যরা কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না।

তবে এখনো লিভারপুলে তার থাকার আশা শেষ হয়ে যায়নি বলে মনে করেন ক্লপ। ফুটবলাররা ক্লাবকে ভালোবাসেন, তাই তাদের আটকানোর সুযোগ রয়েছে বলে জানান এই কোচ। তিনি বলেন, এখনো কিছুই শেষ হয়ে যায়নি। আমার মনে হয় ছেলেদের আটকানোর বহু সময় হাতে রয়েছে। তারা ক্লাবকে ভালোবাসে। বিষয়টি এমন নয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইয়্যুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দেয়ার পরই শঙ্কা বাড়িয়ে দেন দলটির অধিনায়ক ভার্জিল ভ্যান ডিক। ক্লপ চলে যাওয়ার পর লিভারপুলের বর্তমান দলটি টিকে থাকবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেন এই ডাচ ডিফেন্ডার।

/আরআইএম

Exit mobile version