Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়ার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ায়রি) দুপুর আড়াইটার দিকে মীরের বাজার এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।

ইউনুছ মিয়ার সফরসঙ্গী মজিবুর রহমান জানান, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট ২৩ জন মুসল্লির একটি দল নিয়ে ইজতেমার উদ্দেশ্যে রওনা দেন তারা। দুপুরে দলটি মীরের বাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি পৌঁছলে ইউনুছ মিয়া দুবার বমি করে বাসের সিট থেকে হেলে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

/আরএইচ

Exit mobile version