Site icon Jamuna Television

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এমএইচ

Exit mobile version