Site icon Jamuna Television

আলভারেজের জোড়া গোলে দুইয়ে সিটি  

ছবি: রয়টার্স

হুলিয়ান আলভারেজের জোড়া গোলে জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে সিটির ৩-১ গোলে জয়ের ম্যাচে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে নিজের জন্মদিনে খেলতে নেমেছিলেন আলভারেজ। জোড়া গোল করেই আর্জেন্টাইন তারকা উদযাপন করলেন জন্মতিথি। ম্যাথিয়াস নুনেসের ক্রস থেকে ১৬ মিনিটে হেডে প্রথম গোল পান আলভারেজ। ২২ মিনিটে ডি ব্রুইনার দারুণ ফ্রি কিক থেকে দেখা পান দ্বিতীয় গোলের। রদ্রি করেন বাকি গোলটি।

ফুটবলের পরিসংখ্যান বিষয়ক এক্স অ্যাকাউন্ট ‘অপটা জো’র হিসেব অনুযায়ী, ইপিএলে দশম খেলোয়াড় হিসেবে জন্মদিনে অন্তত ২ গোল করলেন আলভারেজ। এই তালিকায় আলভারেজই সর্বকনিষ্ঠ।

এই জয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো সিটি। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল।

/এএম

Exit mobile version