Site icon Jamuna Television

চেলসির জালে ‘হালি’ গোল লিভারপুলের

ছবি: লিভারপুল এক্স

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক খেলায় চেলসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করলো অলরেডসরা।

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে শুরু থেকেই খেই হারাতে থাকে চেলসি। অরক্ষিত রক্ষণে বারবার আক্রমণ শাণাতে থাকে স্বাগতিকরা। ২৩ মিনিটে ডিয়াগো জোতার গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৯ মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনর ব্র্যাডলি।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে লিভারপুলকে আরও একধাপ এগিয়ে নেন ডমিনিক সোবোসলাই। ব্র্যাডলির ক্রস থেকে হেডের মাধ্যমে বল জালে জড়ান তিনি। ৭১ মিনিটে চেলসির হয়ে গোল করে ব্যবধান কমান এনকুনকু। আর ৮ মিনিট পর ব্লুজদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুইস দিয়াজ। ডারউইন নুনেজের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান এই কলম্বিয়ান স্ট্রাইকার।

৪-১ গোলের বড় জয়ের দিনে ২২ ম্যাচে ৫১ পয়েন্টে শীর্ষস্থান আরও সুসংহত হয়েছে লিভারপুলের। একই দিন জয় পাওয়ায় ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যান সিটি। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল।

/এএম

Exit mobile version