Site icon Jamuna Television

দেশের বিভিন্নস্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

দেশের বিভিন্নস্থানে মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া মাঘের এই বৃষ্টি জনভোগান্তি আরও বাড়িয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কয়েকটি বিভাগে সপ্তাহজুড়ে থাকতে পারে এমন বৃষ্টি। ফলে সামান্য ওঠা-নামা করতে পারে তাপমাত্রা। এছাড়া মধ্যরাত থেকে দুপুর ঘন কুয়াশারও আভাস দেয়া হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

জানা যায়, বরিশাল বিভাগের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে দক্ষিণ-পশ্চিমের জেলা বাগেরহাটেও। খুলনার কিছু কিছু জায়গায় ভোরের দিকে বৃষ্টি হয়েছে।

এদিকে, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতে জবুথবু উত্তরের জনজীবন। বেলা গড়ালে সূর্যের দেখা মিললেও তা নিরুত্তাপ। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে বিপাকে হতদরিদ্র মানুষ। হাসপাতালগুলোতে এখনও ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ রয়েছে।

/এএম

Exit mobile version